ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:১৩:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন সম্মাননা পেলেন সাংবাদিক রোজিনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

মার্কিন সম্মাননা পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম।

মার্কিন সম্মাননা পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম।

সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতিবিরোধী লড়াইয়ে ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার রোজিনা ইসলামসহ বিভিন্ন দেশের ৮ জন ব্যক্তিকে এ বছর আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী লড়াইয়ের জন্য চ্যাম্পিয়ন ঘোষণা করেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার স্টেট ডিপার্টমেন্টে ওই ৮ জনের হাতে ২০২২ সালের ‘অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে নিজ নিজ দেশে দুর্নীতি প্রতিরোধে সাহসের সঙ্গে কাজ করে চলেছেন। 
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতির তথ্য প্রকাশ ও দুর্নীতি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন, সাহস দেখিয়েছেন এবং প্রভাব রাখতে সক্ষম হয়েছেন। 
রোজিনা ইসলাম গত বছর ১৭ মে একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগে গেলে সরকারি কর্মকর্তারা তাকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখেন ও হেনস্তা করেন। পরে রাষ্ট্রীয় গোপন নথি সরানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 
এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র প্রদত্ত ইন্টারন্যাশনাল অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড পাওয়া অন্য ৭জন হলেন, কলম্বিয়ার সুপ্রিম কোর্ট অব জাস্টিসের ইনভেস্টিগেশন চেম্বারের সভাপতি মারকো আন্টোনিও রুদা সোতো, ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক কিসমাহ সালি আলী মেন্দেলি, মাদাগাস্কারের কোর্ট অব অ্যাকাউন্টসের প্রেসিডেন্ট জিন দে দিউ রাকোতোনদ্রামিহামিনা, মালয়েশিয়ার সেন্টার টু কমব্যাট করাপশন অ্যান্ড ক্রোনিজমের প্রতিষ্ঠাতা পরিচালক সিনথিয়া গ্যাব্রিয়েল, মেক্সিকোর সংবাদমাধ্যম সেমিনারিও জেটার সাংবাদিক আন্টোনিও সারভেনটিস, সার্বিয়ার ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং নেটওয়ার্কের (কেআরআইকে) প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক স্টেভান দোকসিনোভিচ এবং জিম্বাবুয়ের জিম্বাবুয়ে কোয়ালিশন অব ডেবট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জ্যানেট ঝোও।