মরক্কো ঝড়ে এবার বিদায় পর্তুগালও
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
মরক্কো ঝড়ে এবার বিদায় পর্তুগালও
অঘটন! নাকি পরিশ্রম ও ভাল খেলার পুরস্কার। একটি ম্যাচে অঘটন হতে পারে। কিন্তু তাই বলে পর পর দু’ম্যাচে স্পেন ও পর্তুগালের মতো দলকে হারানো! তাও রক্ষণাত্মক ফুটবল খেলে নয়। রক্ষণের পাশাপাশি নিয়মিত আক্রমণে উঠলেন হাকিম জিয়েচরা। প্রথমার্ধে গোল করে মরক্কোকে এগিয়ে দেন এন-নিসিরি। অনেক চেষ্টা করেও মরক্কোর রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে বাধ্য হয়ে রোনাল্ডোকে পরিবর্ত হিসাবে মাঠে নামান পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস। তাতেও কিছু হয়নি। এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রোনাল্ডো। হয়তো শেষ বারের মতো। অন্য দিকে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার প্রথম দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল মরক্কো।
খেলার শুরু থেকে অবশ্য আক্রমণ বেশি ছিল পর্তুগালের। দুই প্রান্ত ব্যবহার করে বক্সে ক্রস করার চেষ্টা করছিল তারা। ৪ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের ফ্রিকিক থেকে দুরন্ত হেড করেন জোয়াও ফেলিক্স। তাঁর হেড বাঁচিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। সেট পিস থেকে ফায়দা তোলার চেষ্টা করছিল পর্তুগাল। ১২ মিনিটের মাথায় ব্রুনোর আরও একটি ফ্রিকিক থেকে গোল করার জায়গায় চলে গিয়েছিল পর্তুগাল। রাফায়েলের শট আটকে যায় মরক্কোর ডিফেন্ডারের গায়ে। প্রথম ১৫ মিনিটে দু’বার প্রতি আক্রমণে ওঠা ছাড়া বিশেষ কিছু করতে পারেনি মরক্কো।
১৫ মিনিটের পর থেকে খেলায় ফেরে মরক্কো। প্রান্ত ধরে আক্রমণ করতে থাকেন হাকিমি, জিয়েচরা। কিন্তু খুব একটা সমস্যায় পড়েননি পর্তুগালের গোলরক্ষক কোস্তা। ৩০ মিনিটের মাথায় আবার মরক্কোর গোলের কাছে পৌঁছে যায় পর্তুগাল। বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট মারেন ফেলিক্স। বল সরাসরি গোলের দিকে যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে গোলের একটু উপর দিয়ে বল চলে যায়। গোলে থাকলে সমস্যায় পড়তেন বোনো।
প্রথমার্ধের শেষ ১৫ মিনিট দাপট দেখাল মরক্কো। বলের দখল বেশি ছিল তাদের। ছোট ছোট পাসে খেলছিলেন হাকিমিরা। একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল পর্তুগাল বক্সে। তার ফলও মিলল। ৪২ মিনিটের মাথায় এগিয়ে গেল মরক্কো। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন এল-ইদ্রিসি। আগুয়ান গোলরক্ষক কোস্তা বলের নাগাল পাওয়ার আগে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন এন-নেসিরি। গোল খাওয়ার পরে শোধ করার চেষ্টা করে পর্তুগাল। সুযোগও পায় তারা। বক্সের বাইরে থেকে ব্রুনো ফের্নান্দেসের শট বারে লেগে বেরিয়ে যায়। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে সাজঘরে যায় পর্তুগাল।
