ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ৭:১৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গু: মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ২২০

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর খবর পাওয়া না গেলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে ১১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ২৯৮ জন। এরমধ্যে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৭২ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা যান ১০৫ জন।