ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১২:১০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।রোববার (১১ ডিসেম্বর) দেশটির রাজধানী রোমের একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, স্থানীয় একটি ক্যাফেতে পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছেন মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। এ সময় ৫৭ বছরের এক ব্যক্তি গুলি চালালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, ওই হামলাকারী ক্যাফেতে প্রবেশ করে দরজা লাগিয়ে চিৎকার করে বলে ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব’। এরপর গুলিবর্ষণ শুরু করে।

এদিকে বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না। আমি তোমাকে ভালোবাসি।’