ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:৩৬:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চার জেলায় ২০ জন কর্মী নেবে এনজিও সংস্থা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামিক রিলিফ বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলমান প্রজেক্টের অধীনে তিন জেলায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কমিউনিকেশন অর্গানাইজার। পদের সংখ্যা : ২০। আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর। ইকোনমিক, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার লাইভলিহুডস সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

ফ্যাসিলেশন স্কিল থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও নেটওয়ার্কিংয়ের কাজে দক্ষতা থাকতে হবে।

সিদ্ধান্তগ্রহণের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। ডাটা বিশ্লেষণ করার সক্ষমতার সঙ্গে দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর যশোর, খুলনা ও সাতক্ষীরা ও সিলেটে কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন : ১২০০০ টাকা। মোবাইল বিল, ট্যুর অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স ও গ্র্যাচুয়েটি প্রদান করা হবে। উৎসব ভাতাও প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৫ ডিসেম্বর, ২০২২