ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ১৯:০১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মেসি বনাম এমবাপে নয়’, বড় মন্তব্য আর্জেন্টাইন কোচের

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

কোচ লিওনেল স্কালোনির সাথে মেসি।

কোচ লিওনেল স্কালোনির সাথে মেসি।

বিশ্বকাপ ফাইনালে মেসির সবথেকে বড় কাঁটা তাঁরই সতীর্থ এমবাপে। এই আবহে ফাইনালের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘এমবাপেকে হারাতে আমাদের সম্মিলিতভাবে খেলতে হবে। তবে ফ্রান্সে এমবাপে ছাড়াও আরও অনেকে আছে। আমাদের একজোট হয়ে একটা ভালো ম্যাচ খেলতে হবে। আমাদের মনোযোগী হতে হবে।’

এদিকে মেসির সম্ভাব্য অবসর প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, ‘যদি এটা মেসির শেষ ম্যাচ হয়, তবে আশা করি আমরা খেতাব জিততে পারব। ট্রফি জিততে পারলে খুবই ভালো হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাটা উপভোগ করা। যদি ফাইনাল জিতে অবসর নেওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে।’

স্কালোনি বলেন, ‘আশা করছি আমরা কাপ জিততে পারব, এটা দারুণ হবে। আমরা জানি কীভাবে ফ্রান্সকে আক্রমণ করতে হবে। আমাদের কাছে পরিষ্কার পরিকল্পনা রয়েছে। ম্যাচটি আর্জেন্টিনা বনাম ফ্রান্সের, মেসি বনাম এমবাপের নয়। ফ্রান্সের খেলোয়াড়রা এমবাপেকে বেশি বল দিয়ে থাকে। তবে প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে হবে, তা আমাদের জানা আছে।’

এদিকে সমর্থকদের নিয়ে ৪৪ বছর বয়সি আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা যে মুহূর্তে আছি, সেটা সম্পর্কে আমি গর্বিত এবং উত্তেজিত। আমরা ফাইনালের দ্বারপ্রান্তে। কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই ফাইনালে পৌঁছনোর পথ। আপনি যখন এটা উপভোগ করবেন, সবকিছুর ভিন্ন স্বাদ পাবেন। আমি আশা করি যে সবাই আমাদের সমর্থন করবেন এবং আমরা তাদের আনন্দ দিতে পারব। আমি মনে করি আমাদের সমর্থকরা বিশ্বের সেরা। তারা যে আনন্দ পাওয়ার যোগ্য, আমি মনে করি আমরা তা তাদের দিতে পারছি।’

আর্জেন্টাইন কোচের কথায়, ‘ফুটবল শুধুমাত্র একটি খেলার থেকে অনেকটাই বেশি। এই বিশ্বকাপের সময় লোকেরা খুশি ছিল এবং আমাদের জন্য এটি দুর্দান্ত অভিজ্ঞতা। দর্শকরা যেভাবে খেলা উদযাপন করেন বা খেলা দেখেন, তার ছবি আমি দেখেছি। আমরাও খুব উত্তেজিত।’