ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ থেকে চারদিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার স্থাপনের জন্য আগামী চারদিন বন্ধ থাকবে বেসরকারি পদ্মা ব্যাংকের সেবা। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রোববার রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত এ ব্যাংকে লেনদেন করা যাবে না। এরপর থেকে আবার যথানিয়মে লেনদেন করতে পারবেন গ্রাহক। 

সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতা বলে কেন্দ্রীয় ব্যাংক এ সম্মতি দিয়েছে।

সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে সাময়িকভাবে সেবা বন্ধ রাখে। পদ্মা ব্যাংকের সেবা বন্ধের এ সময়ের মধ্যে তিন দিনই সরকারি ছুটি। কেননা, ২৩ ও ২৪ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। আর আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মীয় বড় দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

২০১৩ সালে ফারমার্স নামে যাত্রা শুরু হয় পদ্মা ব্যাংকের। তবে বিভিন্ন অনিয়মের কারণে পরবর্তী সময়ে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা হয়। এ ছাড়া আগের পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করা হয়। ব্যাংকটির মালিকানায় যুক্ত করা হয় রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে।