মমতার নির্দেশে পশ্চিমবঙ্গে করোনা নজরদারি কমিটি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
মমতা বন্দোপাধ্যায়।
অতীতের ভয়াবহ পরিস্থিতি যাতে ফিরে না আসে, সেই কারণেই ইতিমধ্যে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সময় থাকতে তত্পর পশ্চিমবঙ্গ রাজ্য। আজ বৃহস্পতিবার বৈঠক থেকে রাজ্যের পরিস্থিতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সূত্র মতে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন নজরদারি কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর। কমিটির মাথায় থাকছেন স্বাস্থ্যসচিব। কমিটিতে থাকবেন অভিজ্ঞ চিকিত্সকরা। দেশের পরিস্থিতি এবং রাজ্যের পরিস্থিতি লক্ষ্য করে নিয়মাবলী তৈরি করবে কমিটি, তেমনটাই খবর সূত্রের।
করোনাকালে ভয়াবহতা আর প্রতি মুহূর্তের আশঙ্কা নিয়ে দিন কাটিয়েছেন মানুষ। চারদিকে করোনা সংক্রমণ, বেড নেই হাসপাতালে, চতুর্দিকে হাহাকার। সেই পরিস্থিতি কাটিয়ে দিনে দিন মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরছিল। তার মাঝেই ফের চীনে আতঙ্কের ছবি। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রমণের সংখ্যা হ্রাস পেলেও, চীনের পরিস্থিতি ফের ভয় জাগাচ্ছে মনে। আজ নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার আলোচনা সভায় করোনা পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
