ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ১০:১০:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রহ্মপুত্রে সাঁতরে ১২০ কি.মি. পাড়ি দিলো রয়্যাল বেঙ্গল টাইগার! 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ব্রহ্মপুত্রে সাঁতরে ১২০ কি.মি. পাড়ি দিলো রয়্যাল বেঙ্গল টাইগার! 

ব্রহ্মপুত্রে সাঁতরে ১২০ কি.মি. পাড়ি দিলো রয়্যাল বেঙ্গল টাইগার! 

রয়্যাল বেঙ্গল টাইগার সাঁতার কাটল ভারতের গুয়াহাটির ব্রহ্মপুত্রে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ রকম একটি ভিডিও। একটি বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার নদীর ওপারে একটি ছোট দ্বীপে পৌঁছায় ১০-২০ নয়, ১২০ কিলোমিটার দীর্ঘ পথ সাঁতার কেটে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সংক্রান্ত ভিডিও।

কেউই মনে করতে পারছেন না শেষ বার এই অঞ্চলে কবে বাঘের দেখা মিলেছিল। সবে সকালে গঙ্গাস্নান সেরে মন্দিরে পুজো দেবার জন্য তৈরি, তখন উপচে পড়া ভিড় গঙ্গার ঘাটে। পানিতে বাঘের দেখা পাওয়া গেলো তার মাঝেই। কেউ কেউ আশ্রয় নিয়েছেন রীতিমত দৌড়ে নিরাপদ দূরত্বে গিয়ে, আবার কেউ কেউ নিখুঁত সেলফিতে মগ্ন।

আসামের ওরাঙ্গা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে পথভুলে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর মাঝে উমানন্দ মন্দিরে সংলগ্ন ব্রহ্মপুত্রে সাঁতার কাটতে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে। সাঁতার কেটে প্রায় ১২০ কিলোমিটার দূরে একটি ছোট দ্বীপে ওঠে সে। 

মঙ্গলবার সকালে নদীতে বাঘের সাঁতারের ভিডিও করেন সেখানে উপস্থিত স্থানীয় ভক্তরা। বাঘ দেখা মাত্রই খবর দেওয়া হয় বন দফতর ও এনডিআরএফ জওয়ানদের। 

স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী তারা সেখানে পৌঁছে বাঘটিকে ধরে ফেলে। পরে তাকে গুয়াহাটির একটি পার্কে নিয়ে যাওয়া হয়। এই সংক্রান্ত একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অনিল ভট্টাচার্য নামে এক পুরোহিত বলেন, সকালের পুজোর সময় বাঘের আগমনের খবর আমরা সকলেই ঘটনাস্থলে ছুটে যাই। ব্রহ্মপুত্রের দক্ষিণ পাশে টেম্পল আইল্যান্ডের ওপারে শহরের রাজভবন এলাকার কাছে মর্নিং ওয়াকার এবং জেলেরা বাঘটিকে দেখেছিলেন। যে জায়গাটিতে বাঘটিকে দেখা গেছে একটি জনপ্রিয় পর্যটনস্থল হিসাবে সুপরিচিত।

পূর্ব কামরুপের ডিএফও রোহিণী বল্লভ সাইকিয়া বলেছেন, বাঘটি সম্ভবত ওরাং জাতীয় উদ্যান থেকে বেরিয়ে এসেছে। 

তিনি বলেন, 'আমরা ওরাং জাতীয় উদ্যানের কর্তাব্যাক্তিদের কাছ থেকে জানতে পেরেছি কয়েকদিন আগে পার্ক থেকে দুই থেকে তিনটি বাঘ বেরিয়ে গিয়েছে। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগাররা ভাল সাঁতারু, তাই তাদের মধ্যে একটি নদীতে সাঁতার কেটে গুয়াহাটিতে পৌঁছে থাকতে পারে। প্রাথমিকভাবে চিতাবাঘ বলে সন্দেহ করা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে এটি রয়্যাল বেঙ্গল টাইগার।