আফগানে কার্যক্রম বন্ধ করলো শীর্ষস্থানীয় ৩ এনজিও
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৩ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
তালিবান সরকার এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করার পর পরই কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় কেয়ার, সেভ দ্য চিলড্রেন এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)।
সংস্থা তিনটি এক যৌথ বিবৃতিতে জানায়, নারী কর্মী ছাড়া তাদের পক্ষে কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। তারা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছে।
মেয়েদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিনের মাথায় নারীদের ওপর আরেকটি নিষেধাজ্ঞা দিলো তালিবান।
শীর্ষ তিনটি এনজিও আফগানিস্তানে স্বাস্থ্য ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত। এরা কাজ না করলে আফগানিস্তানের মানুষের দুর্ভোগ বাড়বে।
