ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১০:৫৭:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিলিপিন্সে বন্যায় মৃত্যু ২ জনের, নিখোঁজ ৯ 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিপিন্সে বড়দিনের উৎসবের মধ্যেই বন্যার কারণে প্রায় ৪৬ হাজার লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা আজ সোমবার এ তথ্য জানান।
তারা আরো বলেন, মিন্দানাও এলাকার দক্ষিণাঞ্চলে প্রবল মৌসুমি বৃষ্টিতে দুজনের প্রাণহানি এবং আরো নয়জন নিখোঁজ রয়েছে। যে দুজন মারা গেছে তারা জিমেনেজ শহরের।
এদিকে এ দুর্যোগ মূলত ক্যাথলিক জাতি অধ্যুষিত দেশটির গুরুত্বপূর্ণ বড়দিনের উৎসব উদযাপনকে ম্লান করে দিয়েছে।
বেসামিরক প্রতিরক্ষা কর্মী রবিনসন লাকরি বলেছেন, পানি কোন কোন জায়গায় বুকের ওপর উঠে গেছে। তবে আজ বৃষ্টি থেমেছে।
ক্রিসমাসের দীর্ঘ ছুটি শুরুর পর লোকজন সাধারণত নিজ শহরে ফিরে যায় এবং পরিবারের সাথে মিলিত হয়। এবারে এ সময়েই ফিলিপাইনের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে বাজে আবহাওয়া চলছে। 
উল্লেখ্য, বিশে^ যে কটি দেশ জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে রয়েছে ফিলিপাইন তার একটি।