ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২২:০৮:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গণমাধ্যমের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশ

ডেস্ক প্রতিবেদন

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০২ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০২:৩৭ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

সম্প্রতি প্রকাশিত গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম। সূচকের সবচেয়ে শেষে অবস্থান করছে নতুন পরাশক্তি চীন। এক নম্বরে অবস্থানে রয়েছে নরওয়ে। এই সূচক প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ’রিপোর্টার্স উইদাউট বর্ডার’। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে সংস্থাটি।

২০১৭ সালেও বাংলাদেশের অবস্থান একই ছিলো। তখন স্কোরের দিক থেকে আরো খারাপ পরিস্থিতি ছিলো বাংলাদেশের। নেতিবাচক দিক দিয়ে ২০১৭ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৮ দশমিক ৩৬।

২০১৮ সালে এসে সেটা আরো বেড়ে হয়েছে ৪৮ দশমিক ৬২। দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান। তাদের স্কোর ৯৪। এছাড়া নেপাল ১০৬, আফগানিস্তান ১১৮, শ্রীলংকা ১৩১, মিয়ানমার ১৩৭, ভারত ১৩৮, পাকিস্তান ১৩৯। দক্ষিণ এশিয়ায় দেশ-পূর্ব  এশিয়ার দেশ থাইল্যান্ড ১৪০ এবং কম্বোডিয়ার অবস্থান ১৪২।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে সূচকে ১১৭ স্কোর নিয়ে বাংলাদেশের চাইতে ২৯ ধাপ এগিয়ে আফ্রিকার দেশ উগান্ডা।

রিপোর্টে বাংলাদেশের অবস্থা সূচকে সবচেয়ে খারাপ হওয়ার কারণ হিসেবে বলা হয়, সাংবাদিক ও ব্লগারদের ওপর উগ্রপন্থীদের হামলা এবং হুমকি বাংলাদেশে বাকস্বাধীনতার অন্যতম বাধা।

রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা ও মামলার কারণে সেলফ সেন্সরশিপ ভয়াবহ আকার ধারণ করেছে। ২০১৭ সালে বাংলাদেশে অন্তত ২৫ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এবং তথ্যপ্রযুক্তি আইনের আওতায় কয়েকশ ব্লগার ও ফেসবুক ব্যবহারকারী বিচারের মুখোমুখি হয়েছেন।

এছাড়া রিপোর্টে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দেশে দেশে রাজনৈতিক নেতারা মিডিয়ার বিরুদ্ধে তাদের সমর্থকদের প্রকাশ্যে উস্কে দিচ্ছেন। একনায়কতান্ত্রিক সরকারগুলো নিজেদের মতো করে সাংবাদিকতাকে ব্যবহারের চেষ্টা করছে, যা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে উঠছে।

এদিকে গত বছরের চেয়ে দুই ধাপ পিছিয়ে ৪৫ স্কোরের অবস্থানে যুক্তরাষ্ট্র। এবারের মত দুবার ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বছরের মতো সূচকে পিছালো।

গণমাধ্যমের স্বাধনীতা সূচক ২০১৮-তে প্রথম ৫টি স্থানে রয়েছে যথাক্রমে নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ও সুইজারল্যান্ডের। শেষের দিক থেকে ৫টি দেশ হল যথাক্রমে উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, তুর্কমেনিস্তান, সিরিয়া ও চীন।