শিল্পী জয়নুল মানবতার পথ দেখিয়েছেন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে রং তুলি মাধ্যমে অবদান রেখেছেন। জয়নুল মানবতার যে পথ দেখিয়ে গেছেন তা অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তির্জাতিক ক্ষেত্রে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা রং তুলির মাধ্যমে তুলে ধরেছেন।
জয়নুল উৎসবের উদ্বোধন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী।
পরে, জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা মাঠে মেলা ঘুরে দেখেন দীপুমনি।
