এবার রাজধানীতে লেগুনা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার
রাজধানীতে এবার লেগুনা থেকে ছিটকে পড়ে এক ছাত্রী মারা গেছেন। নিহত নুসরাত জাহান ঝুমা ইডেন কলেজের ছাত্রী ছিলেন। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তিনি মারা যান।
আজ সোমবার বেলা ১২টার দিকে শনির আখড়ার দনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুসরাত জাহান ঝুমা কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবুল হোসেনের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহতাবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
