তিন সপ্তাহ পর সেই অভিনেত্রীকে মুক্তি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
মুক্তি পাওয়ার পর আলিদুস্তি তার বন্ধুদের সঙ্গে।
সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের সমালোচনা করার দায়ে আটক অস্কার বিজয়ী চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে মুক্তি দিয়েছে ইরান। কারাভোগের প্রায় তিন সপ্তাহ পর গতকাল বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আসগর ফারহাদির অস্কারজয়ী দ্য সেলসম্যান ছবির ৩৮ বছর বয়সী তারকা তারানেহ আলিদুস্তি জামিনে মুক্তি পেয়েছেন। তার মা, নাদেরে হাকিমেলাহি, এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে, তাকে মুক্তি দেওয়া হবে জানান।
ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কুখ্যাত এভিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আলিদুস্তি তার বন্ধুদের সঙ্গে ফুল নিয়ে ছবি তুলেছেন। তবে এই অভিনেত্রীর মামলা সম্পর্কে আর কোনো বিবরণ প্রকাশ করা হয়নি।
আলিদুস্তি ইরানি সেলিব্রিটিদের মধ্যে একজন, যারা দেশব্যাপী বিক্ষোভের প্রতি সমর্থন প্রকাশ এবং ভিন্নমতাবলম্বীদের ওপর কর্তৃপক্ষের সহিংস দমন-পীড়নের সমালোচনা করেছিলেন। তিনি তার অ্যাকাউন্ট বিলুপ্ত হওয়ার আগে ইনস্টাগ্রামে বিক্ষোভের সমর্থনে কমপক্ষে তিনটি বার্তা পোস্ট করেছিলেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে ইরানের নীতি পুলিশের কাছে গ্রেপ্তার হন মাশা আমিনি (২২)। এর তিনদিন পর পুলিশি হেফাজতে মৃত্যু হয় আমিনির।
বহু ইরানি ও পরিবারের দাবি, পুলিশি প্রহারে মৃত্যু হয় আমিনির। তবে দেশটির কর্তৃপক্ষ ও পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করে। এর জেরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। তিন মাসের বেশি সময় ধরে চলছে এ বিক্ষোভ। এই বিক্ষোভকে দেশটির বিভিন্ন সেলিব্রেটিসহ বিশ্বের অনেক তারকা ও ব্যক্তিত্বই সমর্থন জানায়। এর জেরে ধরপাকড় শুরু করে ইরান।
বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, ইরানি বাহিনীর তাণ্ডবে বিক্ষোভে চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
