ঢাকা, শুক্রবার ১২, ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলের কোচ হচ্ছেন জিদান

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতারে হেক্সা জয়ের মিশনে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তারকা ঠাসা দল ব্রাজিলকে। পরপর দুই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের। এমন ব্যর্থতায় দলের দায়িত্ব ছেড়েছেন কোচ তিতে। এরপর থেকেই আলোচনা হচ্ছে কে হতে যাচ্ছেন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

তবে সেলেসাওরা এবার স্বদেশি নয়, ইউরোপিয়ান অভিজ্ঞ কোনো কোচ খুঁজছে। এ জায়গায় ব্রাজিলের পছন্দের কোচদের মধ্যে সংক্ষিপ্ত তালিকা করলে এগিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান।

ফ্রান্সের পত্রিকা এল ইকুইপের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের আগ্রহে সাড়া দেয়াটাই জিদানের জন্য এখন ভালো হবে। এমন পরিস্থিতিতে তার সামনে এখন তিনটি অপশন- ব্রাজিল, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্র। এই তিন দেশের মধ্যে যে কোনো একটির কোচ হতে পারেন তিনি।

তবে ব্রাজিলের কোচ হলেও জিদানের জন্য একটাই সমস্যা তৈরি হবে। সেটা হলো ভাষার বাধা। ফরাসি পত্রিকাটি এও বলছে, ব্রাজিলিয়ানরা জিদানকে সম্মান করে। কিন্তু তারা ভিন্ন ভাষার কাউকে তাদের কোচ হিসেবে চায় না।

জিদানের সামনে আরও অপশন রয়েছে। তিনি চাইলে যুক্তরাষ্ট্র ফুটবল দলের কোচ হতে পারেন। যেহেতু ২০২৬ বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, সুতরাং- সেখানে কোচ হিসেবে যেতে পারেন জিদান নিজেও। এছাড়া পর্তুগালও হতে পারে তার সম্ভাব্য গন্তব্য।

জিদান ছাড়াও ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় আছেন দুই আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো ও মরিসিও পচেত্তিনো। যাদের দুজনই এখন বেকার সময় কাটাচ্ছেন। এছাড়া নাম আছে জার্মানির টমাস টুখেল, স্প্যানিশ রবার্তো মার্টিনেজসহ রাফায়েল বেনিতেজের নাম। তবে শেষ পর্যায়ে এসে কার হাতে উঠতে যাচ্ছে নেইমার-অ্যান্টনি-রিচার্লিসনদের দায়িত্ব, সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।