রোজার প্রভাব বাজারজুড়ে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪০ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৩ এএম, ৫ মে ২০১৮ শনিবার
পবিত্র শবেবরাত সবে শেষ হল। আর অল্প কয়েকদিন পরই রোজা। এর মধ্যেই উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজধানীর পাইকারী ও খুচরা বাজার। বাজারে শাক-সবজি, চাল, মাংস, ডাল, মুড়ি থেকে শুরু করে সব জিনিসের দাম ক্রমানুপাতিক হারে বাড়ছে। আর যদি এভাবে বাড়তে থাকে তাহলে রোজার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। যদিও খোদ বাণিজ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন রমযানের মধ্যে সবকিছুর দাম স্থিতিশীল থাকবে।
এত কিছুর মধ্যেও কিন্তু বিকিকিনি থেমে নেই। সামনে রেযা থাকার কারণে অনেক পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা মালামাল স্টক করে রাখছেন যাতে পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করা যায়।
আজকের পাইকারী বাজারে খুচরা বিক্রেতাদের আনাগোনা ভালই দেখা গেল। রুহুল আমীন নামের এক খুচরা বিক্রেতার সঙ্গে কথা হল। বেগুন কিনলেন পাললা প্রতি ১৯০ টাকা করে আর শহরে তা বিক্রি করবেন ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে। অর্থ্যাৎ এক পাললায় লাভ ৬০ থেকে ৭০ টাকা।
রুহুল অমীন তা মানতে নারাজ। তিনি নিজের পক্ষে যুক্তি দেখালেন। তিনি বলেন, আমার সব মালামাল কেনার পর তো ভ্যানে কইরা নিয়া যাইতে হইবো, যেখানে বসমু সেখানের একটা খরচ আছে। সব দিয়া যদি ৪০০-৫০০ টাকা না থাকে তাহলে কেমনে বাচমু, কেমনে চলমু কন।
জেনে নিন রাজধানীর বাজারগুলোতে আজ বৃহস্পতিবারের বাজার দর।
চাল : নাজিরশাইল চাল ৬৬ থেকে ৭০, মিনিকেট (মানভেদে) ৬০ থেকে ৬৫, পাইজাম ৫২, বিআর-২৮ ৫১ থেকে ৫৩, স্বর্ণা ও পারিজ ৪৩, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪০, রসুন ৭০ থেকে ৮০, চিনি ৬৫ এবং আদা ৮০ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
শাক-সবজির দাম : এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি ধুন্দল ৪০ থেকে ৪৫, আলু ২৫ থেকে ৩০, টমেটো ২৫ থেকে ৩৫, পটল ৪০ থেকে ৫০, কাঁচাকলা হালি ৩০, কচুর লতি ৫০, পেঁপে ৩০, বেগুন ৫০ থেকে ৫৫, শিম ৩৫ থেকে ৪০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৩০ থেকে ৩৫, ধনিয়াপাতা ১৫০, ঢেঁড়স ৪০ থেকে ৫০, বরবটি ৫৫, কচুরমুখি ৫০, চিচিঙ্গা ৪৫, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৫০,ধুন্দল ৪৫ থেকে ৫০, করললা ৩৫ থেকে ৪৫,ভেন্ডি ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাউ প্রতিপিস ২৫ থেকে ৩৫, লেবু হালি ৩০, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের দাম : মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২২০, কাতল ২৬০, পাঙ্গাশ ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৪৫, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০, শিং ৪০০ থেকে ৫০০ ও চিংড়ি ৪০০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৪০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৫০০ থেকে ৫২০, খাসির মাংস ৭০০-৭৭০, ব্রয়লার মুরগি ১৫০ ও দেশি মুরগি ৩০০ টাকা পর্যন্তবিক্রি হচ্ছে।
ক্ষেত্র বিশেষে, এলাকা ভেদে বাজার মুল্যে তারতম্য থাকাটাই স্বাভাবিক। কারণ অভিজাত এলাকায় জিনিসপত্রের মূল্য একটু বেশিই হাকায় খুচরা ব্যবসায়ীরা,আবার ঢাকার বাইরে দাম তুলনামূলকভাবে কমই থাকে।
