ঘরের মাঠে শচীনকে টপকে নতুন ইতিহাস কোহলির
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ভারত ইতিমধ্যেই ২-০ পকেটে পুরে ফেলেছে। রোববার অর্থাৎ আজ সিরিজের তৃতীয় ও নিয়মরক্ষার ম্য়াচ খেলছে রোহিত শর্মার দল। সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলি ৮৭ বলে ১১৩ রান করার পর, সিরিজের শেষ ম্যাচে দুরন্ত মেজাজে শতরান করলেন। একইসঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৪৬তম শতরান করে দুই রেকর্ডের মালিক হলেন ‘কিং কোহলি’।
তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শুভমান গিল (৯৭ বলে ১১৬) ও বিরাট কোহলি করেন (১১০ বলে ১৬৬)। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান তুলে নিল টিম ইন্ডিয়া। বিরাটের ব্য়াটে এদিন একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে গেল। লেখা হল নতুন ইতিহাস। কোহলি টপকে গেলেন শচীন তেন্ডুলকর ও মাহেলা জয়বর্ধনেকে।
কোহলি আবার এদিন বুঝিয়ে দিলেন যে, তিনি যেদিন ফর্মে থাকেন, সেদিন বিপক্ষ শুধুই নীরব দর্শক হয়ে যায়। এদিনও ঠিক তাই হল। কোহলি তার ক্যারিয়ারে ৪৬ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের স্বাদ পেলেন। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিও এল তার ব্যাট থেকে। কোহলি এদিন কিংবদন্তি শচীনের জোড়া রেকর্ড ভেঙে দিলেন। ঘরের মাঠে শচীনের ঝুলিতে ছিল ২০টি আন্তর্জাতিক ওয়ানডে শতরান। ১৬৪ ম্যাচে শচীন সেই নজির গড়েছিলেন। কোহলি ঘরের মাঠে ২১তম ওয়ানডে শতরান করলেন ১০৫ ম্যাচে।
এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোহলি এখন বিশ্বের সবচেয়ে বেশি রান শিকারি ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে চলে এলেন। কোহলি পেরিয়ে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। তার রান ১২ হাজার ৬৫০। কোহলির ২৬৯ ম্যাচে রান ১২ হাজার ৭৫৪। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন। তার রান ১৮ হাজার ৪২৬।
এক দিনের ক্রিকেটে সচিনের ৪৯টি শতরান রয়েছে। ৪৬টি শতরান হল কোহলির। কিন্তু অনেক কম ইনিংসে ৪৬টি শতরান করেছেন তিনি। শচীন ৪৬টি শতরান করতে নিয়েছিলেন ৪৩১টি ইনিংস। কোহলি নিলেন মাত্র ২৬৯টি ইনিংস।
তিরঅনন্তপুরমে কোহলি শেষ পর্যন্ত ১১০ বলে ১৬৬ রান করেছেন। ইনিংসে ৮টি ছক্কা মেরেছেন তিনি। এই ম্যাচেই এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারলেন তিনি। এক দিনের ক্রিকেটে চার বার ১৫০-র বেশি রান করেছেন তিনি। এই নজির অবশ্য রয়েছে রোহিত শর্মার নামে। এক দিনের ক্রিকেটে ৮ বার এক ইনিংসে ১৫০ রানের বেশি করেছেন তিনি।
