শিক্ষায় সমানতালে এগিয়ে গ্রামের মেয়েরা : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৮ এএম, ৫ মে ২০১৮ শনিবার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষায় বর্তমানে গ্রামের মেয়েরাও পিছিয়ে নেই। তারা সমানতালে শহরের মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করছে এবং শ্রেষ্ঠত্ব অর্জন করছে। সরকারের চেষ্টায় মেধা অর্জনে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাবে, এ আশা আমাদের।
বৃহস্পতিবার আজিমপুর গভার্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠান সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৮- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে শিক্ষার মান বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আমরা জানুয়ারি মাসেই প্রতিটি ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিচ্ছি, যা পৃথিবীর কোথাও নেই। বর্তমানে দেশের ৯৮ শতাংশ ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজকে তরুণদের বিশ্বমানের শিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়সহ আমাদের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। আমরা আর জ্ঞান ও মেধা আমদানি করতে চাই না, আমরা জ্ঞান ও মেধা তৈরি করতে চাই।
