জার্মানিতে কেয়ারহোমে অগ্নিকান্ডে প্রাণহানী ৩
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
জার্মানিতে কেয়ারহোমে অগ্নিকান্ডে প্রাণহানী ৩
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মানসিক রোগিদের একটি কেয়ার হোমে বৃহস্পতিবার অগ্নিকান্ডে তিনজনের মৃত্যু ও ১০ জনেরও বেশি দগ্ধ হয়েছে। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
পুলিশের এক মুখপাত্র এএফপি’কে বলেন, জার্মানির রিউটলিনজেন নগরীতে প্রায় ৩৬ জন মানসিক রোগির ওই বিশেষ কেয়ার হোমে এ অগ্নিকান্ড ঘটে।
তিনি জানান, দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কেয়ার হোমের বাকি সকল বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ সেখানে অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত করছে।
