শাড়ি পরে ম্যারাথনে ৮০ বছরের বৃদ্ধা
আন্তর্জাতিক ডেস্কঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দৌড় প্রতিযোগিতায় বয়স্কদের অংশ নেওয়া নতুন কিছু নয়। তবে শাড়ি পরে অংশ নেওয়া ব্যতিক্রম বটে! ভারতের মুম্বাইয়ে সম্প্রতি হয়ে যাওয়া দৌড় প্রতিযোগিতায় ঘটেছে এমন এক ঘটনা। যেখানে শাড়ি পরে ৮০ বছর বয়সী নারী অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
এ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। এতে শিশু, প্রতিবন্ধী ব্যক্তি থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন। তবে সবার নজর কাড়েন শাড়ি পরে দৌড়ে অংশ নেওয়া ওই বৃদ্ধা।
বৃদ্ধের নাতি ডিম্পল মেহতা ফার্নান্দেজ এ নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, তার নানি ভারতী শাড়ি পরে খুবই সাবলীলভাবে দৌড়াচ্ছেন। তার হাতে ছিল দেশের পতাকা। ৫১ মিনিটে তিনি দৌড়েছেন ৪.২ কিলোমিটার।
ভিডিওর মধ্যেই এক সাক্ষাৎকারে ওই বৃদ্ধা জানান, তিনি প্রতিদিনই দৌড়াতে অভ্যস্ত। এ প্রতিযোগিতায় তিনি অংশ নিলেন পঞ্চমবারের মতো। তরুণদের প্রতি তার পরামর্শ হলো, সুস্বাস্থ্যের জন্য দৌড়াও তোমরাও। সূত্র : এনডিটিভি
