ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ০:০২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লক্ষ্মীপুরে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর জেলায় মাসব্যাপী  বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) এর আয়োজনে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়াম মাঠে ফিতা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।  
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর বিসিক এর উপ-ব্যবস্থাপক মো. মাকছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, চেম্বার অব কমার্স জেলা শাখার সভাপতি এম আর মাসুদ প্রমুখ।
আয়োজকরা জানান- কুটির মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের প্রচার ও প্রসার, বিক্রয় সম্প্রসারণে সহায়তা, মেলার মাধ্যমে নতুন উদ্যেক্তা সৃষ্টিতে সহায়তা, উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধিতে সহায়তা এবং উদ্যেক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে সৃজনশীল মতামত প্রাপ্তির লক্ষ্যে এই মেলার আয়োজন। মাসব্যাপী এ মেলায় প্রায় শতাধিক স্টল রয়েছে।