ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৭:৪২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেগানকে বিয়েতে পরামর্শ বান্ধবী সেরেনার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:২৫ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

আগামী ১৯ মে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের জমকালো বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। বিয়ের শেষ মুহূর্তের আয়োজন নিয়ে যখন চলছে ব্যস্ততা তখন হবু রাজবধূ মেগানকে বিয়ে নিয়ে কিছু পরামর্শ দিলেন প্রিয় বান্ধবী টেনিস তারকা সেরেনা উইলিয়াম।

 

সেরেনা বান্ধবী মেগানকে বলেছেন, নিজের বিয়ের অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। এমন মুহূর্ত  বার বার অাসে না।

 

এই টেনিস তারকা মনে করেন, বিয়ের আগের সব প্রস্তুতি, পরিকল্পনা প্রতিটি খুঁটিনাটি বিষয় উপভোগ করা উচিত। কারণ জীবনে এমন বিশেষ সময় বারবার আসবে না। নিজের বিয়ের স্মৃতি তার মনে এখনো তাজা। তাই নিজে যেসব কাজ বিয়েতে অপূর্ণ রেখেছেন, বান্ধবী যেন সেসব মিস না করেন, সে জন্যই বারবার তাকে বুদ্ধি দিচ্ছেন সেরেনা।

 

নিজের বিয়েতে হইহল্লায় মেতে থাকায় বিয়ের কেকটাই নাকি খেতে ভুলে গিয়েছিলেন সেরেনা। মেগান মার্কেল যেন এমনটা না করেন সেটি তিনি মনে করিয়ে দিয়েছেন।

 

কিন্তু বান্ধবীকে যে এত বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, তার বিয়েতে কি নিমন্ত্রণ পেয়েছেন সেরেনা উইলিয়াম? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ওই সময় আমার একটি টুর্নামেন্ট থাকার কথা। জানি না আমি বিয়েতে উপস্থিত থাকতে পারবো কিনা।

 

এই বিয়েতে ফুটবলার ডেভিড বেকহাম, তাঁর স্ত্রী ও মডেল ভিক্টোরিয়া বেকহাম, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সংগীতশিল্পী এলটন জনসহ অনেকে নিমন্ত্রণ পেয়েছেন।  আমন্ত্রিত অতিথির সংখ্যা ৬০০। ৬০০ অতিথির মধ্যে ২০০ জন বিয়ের সন্ধ্যায় নৈশভোজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর উইন্ডসর প্যালেসের মাঠে দাঁড়িয়ে রাজকীয় এই বিয়ের আয়োজন দেখতে পারবেন ১২০০ জন দর্শক। আর নিমন্ত্রণ ছাড়াই বিশ্ববাসী মেগান আর হ্যারির বিয়ে টিভি পর্দায় দেখতে পারবেন।