ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৮:৪৫:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফুটবল ইতিহাসে প্রথমবার দেখানো হলো ‘সাদা’ কার্ড

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

ফুটবল খেলায় ‘সাদা’ কার্ড দেখালেন নারী রেফারি।

ফুটবল খেলায় ‘সাদা’ কার্ড দেখালেন নারী রেফারি।

ফুটবলে নতুন ইতিহাস তৈরি হলো। একটি ম্যাচের বিরতির সামান্য আগে রেফারি পকেট থেকে হঠাৎ  কার্ড বের করলেন। তবে সেই কার্ডের রঙ লাল বা হলুদ নয়। সাদা।  ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এই নজির দেখা গেল। ডার্বি শহরে স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার নারী দলের খেলায় এই ঘটনা ঘটে।

এতদিন ফুটবল ম্যাচে হলুদ বা লাল কার্ডের ব্যবহার দেখা গেছে। এই দুই কার্ডের অর্থও সবাই জানে। তবে সাদা কার্ড আগে  কখনোই দেখা যায়নি। তাই প্রশ্ন জাগে রেফারি কি ভুল করে কার্ডের বদলে অন্য কিছু বের করেছিলেন?

কিন্তু ম্যাচের পর্তুগিজ নারী রেফারি জো কোনো ভুল করেননি। তিনি সচেতনভাবেই সাদা কার্ড বের করেন ফেয়ার প্লের প্রতীক হিসাবে। প্রথমার্ধের শেষ দিকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল বেনফিকা। প্রিয় দল বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় স্পোর্টিং লিসবনের এক সমর্থক অসুস্থ বোধ করছিলেন গ্যালারিতে। তখন দর্শকরা আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তা দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান দু’দলের মেডিক্যাল স্টাফরা। তারা যৌথ ভাবে চিকিৎসা করেন সেই সমর্থকের। পরে চিকিৎসায় অনেকটাই ভালো অনুভব করেন তিনি। দু’দলের মেডিক্যাল স্টাফদের ভূমিকার প্রশংসা করার জন্য রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে তা মেডিক্যাল স্টাফদের দেখান।

মূলত শান্তির রঙ হিসাবে রেফারি বেছে নিয়েছেন সাদা কার্ড। মাঠের লড়াইয়ের বাইরে পারস্পরিক সৌজন্য, ভ্রাতৃত্বের এই ঘটনাকে অভিবাদন জানান মাঠে উপস্থিত সব দর্শক। অনেকেই নারী রেফারির প্রশংসা করেন।