ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:১৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোজা না আসতেই পেঁয়াজে ঝাঁজ!

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

প্রতি বছর রোজা আসার আগ মুহুর্তে যে পণ্যের দাম সবচেয়ে আগে বাড়ে তার নাম পেঁয়াজ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিনিয়ত রাজধানীর বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। মাত্র এক সপ্তার ব্যবধানে পাইকারি বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

 

জানা গেছে, রমযানের আগে যাতে পেঁয়াজের দাম না বাড়ে সে জন্য বিগত ৬ মাসে সরকার ৭৪ হাজার ৭৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে হিলি স্থলবন্দর দিয়ে। উদ্দেশ্য ছিল পেঁয়াজের দাম সহনীয় থাকবে। এর মধ্যে আবার নতুন দেশি পেঁয়াজ উঠায় দাম আরও পড়তে শুরু করে।

 

কিন্তু বিগত ২-৩ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ধাপে ধাপে বাড়ছে। তিন সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১৫ থেকে ১৮ টাকা পর্যন্ত বেড়েছে।

 

আজ রাজধানীসহ রাজধানীর বাইরে পাইকারি বাজারগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায় প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৪০ টাকা। সেই হিসাবে দেশি পেঁয়াজের কেজি ৩৮ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে ২৮ টাকা। অথচ গত সপ্তাহেও প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা দরে।

 

খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম ৩৫ টাকা। অথচ কিছুদিন আগেও এক কেজি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। 

 

খুচরা ক্রেতাদের মতে, রমজানের আগে সবসময় পণ্যের দাম বেড়ে যায়। পেঁয়াজের দামও তাই বেড়ে গেছে।

 

মালিবাগ বাজারের ব্যবসায়ী আসলাম গাজী বলেন, এই সপ্তাহের শুরুতে দেশি পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা ছিল। তিন-চার দিন হলো বেড়ে গেছে। আসন্ন রোজার কারণেই দাম বাড়তে শুরু করেছে বলছেন কোনো কোনো ব্যবসায়ী।

 

শ্যামবাজারের ব্যবসায়ী সরদার খবীর বলেন, আর মাত্র  কয়েকদিন পর্জই রোজা। রোজা আসলে সবকিছুর দামই বাড়ে।এরই মধ্যে অন্যান্য পণ্যেরও দাম বাড়বে।

 


আব্বাস মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, তিন-চার দিন আগে দেশি পেঁয়াজ ছিল ৩৮ টাকা। আর ভারতীয়টার দাম ৩০ টাকা। এ বাজারের ব্যবসায়ীরা পাল্লা (৫ কেজি) বিক্রি করেন ১৬০ থেকে ২০০ টাকায়।

 

এদিকে পাইকারি বিক্রেতারা বলছেন, দাম স্বাভাবিকই আছে। তবে দাম আরও বাড়বে কিনা সে বিষয়ে কোন নিশ্চয়তা দিতে পারেনি তারা।

 

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে এখন দেশি পেঁয়াজের দাম ৪০-৫০ টাকা, যা এক মাস আগের তুলনায় ২৩ শতাংশ বেশি।