আজ রাজধানীর বাজার দর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫০ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
সপ্তাহ শুরুর প্রথম দিনেই চাঙ্গা রাজধানীর পাইকারী ও খুচরা বাজার। বাজারে শাক-সবজি, চাল, মাংস, ডাল, মুড়ি থেকে শুরু করে সব জিনিসের দাম যেন ক্রমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। তারপরও কিন্তু বিকিকিনি থেমে নেই। আজকের পাইকারী বাজারে খুচরা বিক্রেতাদের আনাগোনা ভালোই দেখা গেল। জেনে নিন রাজধানীর বাজারগুলোতে আজ শনিবারের বাজার দর।
চাল ও অন্যান্য : নাজিরশাইল চাল ৬৬ থেকে ৭০, মিনিকেট (মানভেদে) ৬০ থেকে ৬৫, পাইজাম ৫২, বিআর-২৮ ৫১ থেকে ৫৩, স্বর্ণা ও পারিজ ৪৩, দেশি মশুর ডাল ১১০ থেকে ১২০, দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪০, রসুনের দাম বেড়ে ৯০ থেকে ১২০, চিনি ৬৫ এবং আদার দাম বেড়ে ৯০ থেকে ১২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এ ছাড়া ছোলার কেজি ৮০ -৮৫ টাকা,চিনি ৫৬ থেকে ৫৮ টাকা।
শাক-সবজির দাম : এদিকে সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি ধুন্দল ৩৫ থেকে ৪০, আলু ২৫ থেকে ৩০, পটল ৩০ থেকে ৪০, কাঁচাকলা হালি ৩০, কচুর লতি ৪৫, পেঁপে ২৫ থেকে ৩০, বেগুন ৪৫ থেকে ৫৫, শিম ৩৫ থেকে ৪০, মূলা ২০ থেকে ২৫, কাঁচামরিচ ৩০ থেকে ৩৫, ধনিয়াপাতা ১৪০, ঢেঁড়স ৪০ থেকে ৪৫, বরবটি ৪৫, কচুরমুখি ৪৫, চিচিঙ্গা ৪০, শশা ২৫ থেকে ৩০,কাকরোল ৫০,, করললা ৩৫ থেকে ৪৫,ভেন্ডি ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাউ প্রতিপিস ২০ থেকে ৩০, লেবু হালি ২৫ থেকে ৩৫, লাল শাক, পালং শাক ও ডাটা শাক ৩ আঁটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের দাম : মাছের সর্বশেষ খুচরা বাজার অনুসারে, প্রতিকেজি কালিবাউস ২১০, কাতল ২৫০, পাঙ্গাশ ১০০, রুই ২৮০, সিলভারকার্প ১৪৫, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০, শিং ৪০০ থেকে ৫০০ ও চিংড়ি ৪০০ থেকে ৫০০, ইলিশ (আকারভেদে) ৪০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিকেজি গরুর মাংস ৪৮০ থেকে ৫০০, খাসির মাংস ৭০০-৭৭০, ব্রয়লার মুরগি ১৫০ ও দেশি মুরগি ৩০০ টাকা পর্যন্তবিক্রি হচ্ছে।
