ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১১:২৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফেব্রুয়ারির শুরুতে ফের শৈত্য প্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারির শুরুতে ফের আসছে শৈত্য প্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এসময়  উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাবে। তবে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

এক সপ্তাহ আগেও সিলেট, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যার ফলে দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষ।

মাঘের মাঝামাঝিতে রাজধানীতে শীত নেই বললেই চলে। তবে আবহওয়া অফিস বলছেন ফৈব্রুয়ারির প্রথম সপ্তাহে আবারও দেখা দেবে শৈত্য প্রবাহ। এরফলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কমবে তাপমাত্রা।

এবারের শৈত্য প্রবাহ ৫ থেকে ৭ দিন থাকতে পারে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে বায়ু পরিবর্তনের ফলে আবারো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদায় নেবে এবারের শীত। 

এদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হলেও এর প্রভাবে ঝড় বা বৃষ্টির সম্ভাবন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।