প্রীতিলতার শেষ চিঠিটি শিক্ষণীয় : স্পিকার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫০ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ০১:২৫ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রীতিলতার জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রীতিলতার শেষ চিঠি থেকে অনেক কিছুই শেখার আছে। প্রত্যেকটি নারী তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, অধিকার প্রতিষ্ঠার জন্য নারী নিজে থেকে সংগ্রাম করে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভোরের কাগজ ও প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রীতিলতা পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন উল্লেখ করে স্পিকার বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশ গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী। আমরা বাঙালি, এই স্বাধীনতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। অনেক জীবন অনেক ত্যাগ স্বীকার করে আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন প্রীতিলতা।
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি কালপর্বে নারীদের অংশগ্রহণের পেছনে সবচাইতে বেশি যেটা কাজ করে তা হচ্ছে আত্মপ্রত্যয়। একটি নারী এগিয়ে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মপ্রত্যয়। যেটা আমরা প্রীতিলতার জীবনী থেকে দেখতে পাই। বাংলার নারীরা কোনও কাজে কখনও পিছপা হননি, এটা আমরা দেখতে পাই গ্রামাঞ্চলের নারীদের এই নদীভাঙনে সংগ্রামের মধ্যেও বেঁচে থাকাকে উপলব্ধি করে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- শ্যামল দত্ত, অধ্যাপক মমতাজ বেগম, আয়শা খানম, অধ্যাপক হান্নানা বেগম, রোকেয়া কবির ও শম্পা রেজা প্রমুখ।
