ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৬:২৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জরায়ুমুখে ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জরায়ু ক্যান্সারে মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ২০১৯ সাল থেকে জানুয়ারি মাসকে ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হচ্ছে। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতার মাস উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের ঐহিত্যবাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউএসটিসির গাইনি বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. ফাহমিদা ইউসুফ। তিনি বলেন, জানুয়ারি মাসজুড়ে জরায়ুমুখে ক্যান্সার সচেতনতার মাস পালন করা হয়। শুধুমাত্র অসচেতনতার কারণে প্রতি বছর অনেক নারী এ প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ১৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে ৫ কোটি নারীর এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যমতে, বিশ্বে প্রতিবছর পাঁচ লাখ ৭০ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে মৃত্যুবরণ করেন তিন লাখ ১০ হাজার। বাংলাদেশে এই রোগে আক্রান্ত নারীর হার ১৯ দশমিক ৩ শতাংশ বা ১১ হাজার ৯৫৬ জন। এরমধ্যে মারা যান ১৫ দশমিক ছয় শতাংশ বা ছয় হাজার ৫৮২ জন। এই রোগে প্রতিদিন গড়ে মারা যান ২৮ জন নারী। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে (এইচপিভি) জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইফতেখারুল ইসলামকে। কিন্তু শেষ পর্যন্ত উপস্থিত না হতে পারলেও অনুষ্ঠানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রওশন মোরশেদ, অধ্যাপক ডা. নাসরিন বানু, অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজী প্রমুখ।