ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১১:০০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মধ্য আফ্রিকার প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন রোকা বোটেই

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

মধ্য আফ্রিকার প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন রোকা বোটেই

মধ্য আফ্রিকার প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন রোকা বোটেই

ম্যানুয়েলা রোকা বোটেই ইনকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি মধ্য আফ্রিকার দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন। 

মঙ্গলবার রাষ্টীয় টেলিভিশন পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

২০২০ সালে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে সরকারে যোগদান বোটেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইকুটোরিয়াল গিনির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইস ডিনেরও দায়িত্ব পালন করেন।

রাষ্ট্র প্রধানের ছেলে ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং ম্যাঙ্গু এক টুইটার বার্তায় বলেছেন, ‘ইকুয়েটোরিয়াল গিনিতে প্রথমবারের মতো একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটি দেশে লিঙ্গ সমতার প্রতিশ্রুতির বড় প্রমাণ। অভিনন্দন, ম্যানুয়েলা রোকে বোটেইকে।’

রোকা বোটেই সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো পাসকুয়াল ওবামা আসুয়ের স্থলাভিষিক্ত হলেন যিনি প্রায় আট বছর ধরে এ পদে অধিষ্ঠিত ছিলেন।