ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১০:০০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দোকানে ঢুকে নিজেই চা তৈরি করলেন মুখ্যমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

চায়ের দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সংগৃহিত।

চায়ের দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সংগৃহিত।

শিশুদের স্কুল থেকে বেরিয়ে চায়ের দোকান দেখে হঠাৎ থমকে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সটান ঢুকে পড়লেন দোকানে। নিজেই চা তৈরি করে দিলেন উপস্থিত অন্যান্যদের হাতে।

আজ বুধবার বিকেলে ‘চায়ে পে চর্চা’র এই ছবি দেখা গেল শান্তিনিকেতনের সোনাঝুরিতে। তিনি ঘুরে দেখলেন পাশের জনজাতি গ্রামও।

আজ বোলপুরের ডাকবাংলো মাঠে সভা করে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু তীর্থ’-এ যান মমতা। সেখানে ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসাবে বই খাতা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রীর হাতেও স্কুলে চাষ করা সবজি তুলে দেয় ছাত্র-ছাত্রীরা। সেখান থেকে বেরনোর পর সোনাঝুরি এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা। সেখানে নিজে চা তৈরি করেন তিনি। সেই চা বিস্কুট তুলে দেন তার সঙ্গে থাকা নেতাসহ অন্যদের হাতে।

দোকান মালিকের মেয়ে পায়েল মাড্ডি দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনা শেষ করার পর কাজের জন্য সে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে বলে জানিয়েছে পায়েল। তার দাবি, মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। চায়ের দোকান থেকে পাশের একটি জনজাতি গ্রামে যান মমতা। এলাকা পরিদর্শন করেন তিনি। শিশুদের হাতে তুলে দেন চকলেট।