ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৭:৫৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিস্ফোরণে দগ্ধ স্বামী, বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারায় রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৪৮)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, ভাটারার ১০০ ফিট সাইটনগর এলাকার নিজস্ব ছয়তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন ওই দম্পতি। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন। গ্যাসের সিলিন্ডারে সম্ভবত লিকেজ ছিল। চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আব্দুল মজিদ শিকদার দগ্ধ হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাসলিমা বেগমও দগ্ধ হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ওসি আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান।