দ. আফ্রিকার বিপক্ষে রুমানাদের আবারো হার
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৪ পিএম, ৬ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৪:২৬ পিএম, ৯ মে ২০১৮ বুধবার
পরাজয় যেন পিছু ছাড়ছেনা বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচেও ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে রুমানা-সালমারা। ফলে, ৫ ম্যাচ ওয়ান ডে সিরিজে ২-০ তে লিড নিলো প্রোটিয়ারা।
এক অর্থে খেলায় যেন খেই হারিয়ে ফেলছে রুমানা-সালমারা। আজকে খেলার প্রথম থেকেই তার প্রমান মিলল। শুরুতে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলীয় ৪০ রানেই ৭ উইকেট হারায় রুমানারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন পান্না ঘোষ। জাহানারা আলম ১৮ ও নিগার সুলতানা ১৭ রান করেন। বাকি ব্যাটসম্যানদেও মধ্যে আর কেউই দুই অংক ছুঁতে পারেননি। ম্যাচে অভিষিক্ত জান্নাতুল ফেরদৌস ৬ বল মোকাবেলা করে শূন্য হাতে ফিরে যান।
প্রোটিয়াদের খাকা ও রাইসবি ৩টি করে উইকেট নেন। মাসাবাতা, নেইকার্ক ও ট্রাইওন ১টি করে উইকেট পান।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিজেললিএবং লরা মিলে প্রথম জুটিতে ৬৫ রান তোলেন। দলীয় ৬৫ রানে সালমা খাতুনের বলে সানজিদা ইসলামের হাতে ক্যাচ দিয়ে ৩২ রানে ফিওে যান আগের ম্যাচে অর্ধশতক তুলে নেয়ালি। এরপর ব্যাটিংয়ে নামেন তৃষা চেট্টি। শেষদিকে লরা ৩৭ ও তৃষা ১৩ রানে অপরাজিত থেকে মাত্র ১৭.১ ওভারেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়া ডানহাতি বোলার আয়াবোঙ্গা খাকা।
