ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ২৩:১৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথমার্ধের জোড়া গোলে ফাইনালে এক পা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৩-১ গোলের জয়ে ফাইনালে উঠে গেছে নেপালের মেয়েরা। এতে ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় অন্তত ড্র। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ভুটানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ চালিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফলে পেনাল্টি থেকে শাহেদা আক্তার রিপা গোল করতে ব্যর্থ হলেও আকলিমা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটেই জালের দেখা পায় বাংলাদেশের ১১নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকলিমা আক্তার। এতে ১-০ গোলের লিডে এগিয়ে যায় বাংলাদেশের বাঘিনীরা।


২৯তম মিনিটে উন্নতি খাতুনের নেওয়া কর্নার কিক থেকে স্কোরশিট ২-০ করেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার।

একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধে অন্তত এই লিড ধরে রাখতে পারলে সিনিয়রদের মতো জুনিয়রদের সামনেও সাফের শিরোপা জয়ের পথ তৈরি হবে।