ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:২২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার | আপডেট: ১১:৩৫ এএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার

আসন্ন রমজান উপলক্ষে রোববার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকাসহ সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে।

এবার বেশ কিছু পণ্য যেমন ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুরের দাম নির্ধারন করে দিয়েছে টিসিবি। একজন ভোক্তাকে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতি লিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি ছোলা এবং প্রতি কেজি ১২০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি খেজুর কিনতে হবে।


মোট ১৮৪ টি ভ্রাম্যমাণ ট্রাকে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩২টি ট্রাক, চট্টগ্রামের ১০টি ট্রাক এবং অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও প্রত্যেক জেলা সদরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

রাজধানীর যেসব স্থানে টিসিবির পন্য পাওয়া যাবে :
প্রেসক্লাব, কাপ্তানবাজার, ভিক্টোরিয়া পার্ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেট তথা নীলক্ষেত মোড়, শ্যামলী অথবা কল্যাণপুর, সচিবালয় গেট,ঝিগাতলা মোড়, খামারবাড়ি, কলমীতলা বাজার, কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষী কমপ্লেক্স উত্তরা, মিরপুর-১নং মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীর আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংকচত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিকবাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, মিরপুর-১০গোলচত্বর, আশকোনা হাজী ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে,রামপুরা বাজার।

দেশেরঅন্যান্য জায়গা :
টিসিবির সারা দেশে ২ হাজার ৭৮৪ জন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। অন্যদিকে টিসিবির ১০ টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্র থেকে রমজান নির্ভর পণ্য বিক্রি কার্যক্রম চলবে।