বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেলেন আর্চার দিয়া
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
আর্চার দিয়া সিদ্দিকী। ছবি: ফেসবুক থেকে।
২০২২ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। এতে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন আর্চার দিয়া সিদ্দিকী। এ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন দেশের অন্যতম সেরা এই আর্চার। তিনি সাত বিষয়ের মধ্যে পাঁচ বিষয়ে ‘এ প্লাস’ ( ৮০ অধিক) পেয়েছেন। আর বাংলা ও ইংরেজিতে পেয়েছেন ‘এ’।
ফেসবুক স্ট্যাটাসে নিজের এই ফলাফলের কথা জানিয়েছেন দিয়া সিদ্দিকী। এমন ফলের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
