ঢাকা, মঙ্গলবার ০৯, ডিসেম্বর ২০২৫ ১৭:২২:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউজিল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের মেয়েদের বিদায়

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগের দুই ম্যাচে লড়াই করলেও নিউজিল্যান্ডে বিপক্ষে অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপটাউনে কিউই মেয়েদের কাছে ৭১ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯০ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে জ্যোতির দল ৮ ইউকেট হারিয়ে রান তোলে ১১৮। এতে বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ২২ বলে ৪টি চারে সর্বোচ্চ করে ৩১ রান। মোর্শেদা ৩৮ বলে ৩ চারে ৩০ রান করেছে।

কিউই বোলারদের মধ্যে ইডেন কারসন ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া হান্না রো ১৫ রানে ২টি উইকেট নেন।

টসে জিতে ব্যাটিয়ে নেমে বার্নাডিন ও সুজির ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে নিউজিল্যান্ড। এরপর বার্নাডিন ২৫ বলে ৪৪ করে আউট হন। তবে দলের হয়ে সর্বোচ্চ ৬১ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৮১ রান করেন সুজি। আর ২০ বলে ৭ চারে ম্যাডি গ্রিন ভেগায়র করেন ৪৪ রান।