খালেদার জামিন বিষয়ে রায় মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:৪৫ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে করা আপিলের শুনানি সমাপ্ত হয়েছে। এ বিষয়ে আদালত আগামি মঙ্গলবার রায় দেবেন।
আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। কাল মঙ্গলবার থেকে চলা এই শুনানিতে আদালতে খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুবু হোসেন ও জয়নুল আবেদীন। আর জামিনের বিরোধীতা করে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জিয়াঅরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেন। আর খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নেমমিনুর রহমানকে এই মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। সেই সঙ্গে খালেদাতারেক সহ দন্ডিত সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা জরিমানা করা হয়। এই রায়ের পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
পরবর্তীতে আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন খালেদা জিয়া। এরপর গত ১২ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। তবে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিলকরেন। এরই ফলশ্রুতিতে ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ দুদক ও রাষ্ট্রপক্ষেও করা সে আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন।
