ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১৭:৩১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে রোববার থেকে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৯ মে ২০১৮ বুধবার | আপডেট: ১২:০৫ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে সব বিশ্ববিদ্যাল ও কলেজে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বুধবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু স্মারক ভাস্কর্যের সামনে প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধনে সংগঠনের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক নুরুল্লাহনূর, ফারুক আহমেদ, রাশেদ খানসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আন্দোলনকারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন তা যদি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন হিসেবে জারি না হয় তাহলে ছাত্ররা আবার রাজপথে নামতে বাধ্য হবে। আগামী রোববার থেকে সারা দেশে দাবানল জ্বলবে। আপনারা ছাত্রদের রাজপথে নামতেবাধ্য করবেন না।

শিক্ষার্থীরা বলেন, হয়রানির জন্য অজ্ঞাতনামা পাঁচটি মামলা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের খুঁজে বের করে এসব মামলা হতে সাধারণ শিক্ষার্থীদের অব্যাহতি দেয়া হোক। এখন পর্যন্ত কোটা বাতিল নিয়ে তারা কোনো লিখিত নির্দেশনা পাননি। এমনকি এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের যে কথা ছিল তা-ও হয়নি। কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা এ মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে হবে।

তারা জানান, সম্প্রতি তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নেয়ার হুমকি দিয়েছে। এ ধরনের হুমকি দেয়া হলে ছাত্রসমাজ বসে থাকবে না।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটাসংস্কারে দাবিতে বেশ কিছুদিন সারা দেশে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এরপর এ ঘটনায় পুলিশ অনেককে গ্রেফতার করেছে। অনেকে আহত হয়েছেন। ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা তুলে দেয়া হবে বলে সংসদে ঘোষণা দেন। এরপরের দিন তারা আন্দোলন তুলে নেন।