আরচারিতে স্বর্ণ জয় রোকসানার
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৯ মে ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫৩ পিএম, ৯ মে ২০১৮ বুধবার
বিশ্ব চ্যাম্পিয়ন ইরাকের ফাতিমাকে হারিয়ে আরচারিতে স্বর্ণ জয় করেছেন বাংলার মেয়ে রোকসানা। আজ বুধবার ফাতিমাকে ১৩৬-১৩৩ সেট পয়েন্ট ব্যবধানে হারিয়ে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের এককে স্বর্ণ জেতেন বাংলাদেশের এই তারকা।
আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোকসানা আক্তার। তার ফলও দেখালেন। স্বর্ণ জয় করে রোকসানা যথেষ্ট উচ্ছসিত।
মওলানা ভাসানী স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ছিল বাংলাদেশি আরচারদের দাপট। চ্যাম্পিয়নশিপের ১০ ইভেন্টের ৯টিতেই স্বর্ণের লড়াইয়ে উঠেছেন বাংলাদেশের আরচাররা। এখন পর্যন্ত শেষ হওয়া ৫টি ইভেন্টের মধ্যে ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতেছে বাংলাদেশের আরচাররা।
