ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২৩:২০:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গর্ভধারণ-সন্তান প্রসবে ২ মিনিটে ১ নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২০ বছরে মাতৃ মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমলেও গর্ভকালীন বা সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি দুই মিনিটে একজন নারীর মৃত্যু হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাতৃ মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত এ হার মোটাদাগে একই রকম ছিল। কিছু কিছু অঞ্চলে মাতৃ মৃত্যুহার বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশাপাশি জাতিসংঘের অন্য কিছু অঙ্গ সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদনে বলা হয়, ২০ বছর মেয়াদে সার্বিক মাতৃ মৃত্যুহার ৩৪ দশমিক ৩ শতাংশ কমেছে। ২০০০ সালে প্রতি লাখে ৩৩৯ জন নারীর মৃত্যু হতো গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতায়। ২০২০ সালে প্রতি লাখে এ সংখ্যা কমে হয় ২২৩।
এর অর্থ হলো ২০২০ সালে দৈনিক মৃত্যু হয় সন্তানসম্ভবা প্রায় ৮০০ নারীর। অর্থাৎ প্রতি দুই মিনিটে গড়ে একজন নারীর মৃত্যু হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, মাতৃ মৃত্যুহার কমার দিক থেকে শীর্ষে রয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ২০ বছরে দেশটিতে মাতৃ মৃত্যুহার কমে ৯৫ দশমিক ৫ শতাংশ। এ হারার বাড়ায় শীর্ষে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা।
২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে মাতৃ মৃত্যুহার সবচেয়ে বেশি বাড়ে যুক্তরাষ্ট্রে।