ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৪৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব করোনা: মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৯৫৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার ৫৭৯ জনের মৃত্যু এবং ১ লাখ ৩৫ হাজার ৩৮৯ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ হাজার ১৯৩ জন আক্রান্ত হয়েছেন জাপানে এবং সবচেয়ে বেশি ৪৫৩ জনের মৃত্যু ব্রাজিলে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ১১৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭২১ জন এবং মারা গেছেন ৩৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ২৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ১৯ জন।


বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯২ লাখ ৮৯ হাজার ১২৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৫ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৫৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।