ঢাকা, সোমবার ০৮, ডিসেম্বর ২০২৫ ১০:০১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়াকে শিরোপা জিতিয়ে ইতিহাস গড়লেন মেগ ল্যানিং

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ও সবমিলিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে ক্যাঙ্গারুরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজ দেশকে শিরোপা জিতিয়ে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং। আইসিসির মেগা ইভেন্টে সবচেয়ে বেশি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক এখন ৩০ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

যেখানে তিনি স্বদেশি পুরুষ দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিংকেও ছাড়িয়ে গেছেন। শুধু অস্ট্রেলিয়াই নয়, পুরুষ কিংবা নারী ক্রিকেটেও ট্রফির বিচারে সবচেয়ে সফল অধিনায়ক ল্যানিং।

এর আগে চারটি আইসিসি ট্রফি জিতে ল্যানিং তার স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। পন্টিংয়ের নেতৃত্বে ২০০৩ আর ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬ আর ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

তবে ল্যানিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মেয়েরা ৫টি আইসিসি ট্রফির শিরোপা জিতেছে। তার অধীনে ২০১৪, ২০১৮, ২০২০ আর ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০২২ সালে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি অধিনায়ক হিসেবে আইসিসির ট্রফি জিতেছেন ৩টি। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।