ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৫:১৭:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রীতির ব্যবহারে অপমানিত বীরু

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:২৯ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৫৮ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের জন্য কিংস ইলেভেন পঞ্জাবের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন বীরেন্দ্র সেহওয়াগের ভুল গেম প্ল্যানকে দুষলেন টিম মালিক প্রীতি জিন্তা। শুধু দোষারোপেই ক্ষান্ত হননি এই বলিউড তারকা৷ বরং ম্যাচের শেষে বীরুকে উত্তেজিতভাবে দু’কথা শুনিয়ে দেন তিনি৷

 

প্রীতির এমন অপমানজনক ব্যবহারে প্রাথমিকভাবে নিজেকে শান্ত রাখলেও, শোনা যাচ্ছে শেষমেশ ধৈর্য্য হারিয়ে স্বভাবসুলভ আগ্রাসনে পালটা কয়েকটা জবাবও দেন সেহওয়াগ৷ বীরু এককভাবে শুধু নিজের দোষ মানতে রাজী নন।

 

কথাকাটাকাটি পর পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে, মওশুমের শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ধ্বংসাত্মক এই ওপেনার৷ এখন দেখা যাক সামনে কি হয়।