ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ১০:৪১:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবিতে এক বছরে নির্যাতনের শিকার ২৭ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ এএম, ১ মার্চ ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ২০২২ সালে ২০টি ঘটনায় মোট ২৭ জন শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে এক সমীক্ষার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পরিচালিত ‘স্টুডেন্টস এগেন্সট টর্চার-স্যাট’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।

এ ছাড়া সমীক্ষা অনুযায়ি জোর করে ২৬ শিক্ষার্থীকে হল ছাড়া করেছে ছাত্রলীগ। পৃথক ঘটনায় তিনজন সাংবাদিক হেনস্থার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সমীক্ষার প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির হেড অব ডকুমেন্টেশন আহনাফ সাঈদ খান। তিনি বলেন, ২০টি ঘটনায় কেবল চারটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ছাত্রলীগ জোর করে ২৬ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে। এর কারণ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়া, বড় ভাইয়ের আদেশ না মানা।

তিনি আরো বলেন, আমরা পত্র-পত্রিকার তথ্য ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এই সমীক্ষা করেছি। প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি। এই সমীক্ষা করতে গিয়ে স্যাটের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছেন বলেন জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ উদ্দিন সিফাত।


তিনি বলেন, গেস্টরুম নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পক্ষে এডভোকেসি এবং নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে স্যাট সদস্যরা অনলাইনে বুলিংয়ের শিকার হওয়ার পাশাপাশি নির্যাতনেরও শিকার হয়েছেন। গত বছর ১৯ আগস্ট তারিখে নির্যাতিত এক শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনার পথে স্যাটের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সিফাত ও ডকুমেন্টশন টিমের হেড আহনাফ সাঈদ খান ছাত্রলীগের কতিপয় সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন।

সংবাদ সম্মেলনে স্যাটের মিডিয়া ডিরেক্টর আনাস ইবনে মুনীর, উইমেন অ্যাফেয়ার্স অ্যান্ড জেন্ডার এথিক্স ডিরেক্টর স্মৃতি আফরোজ সুমি ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য উপস্থিত ছিলেন।