হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্কঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বরের কারণে বৃহস্পতিবার (২ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।
স্যার গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা ‘স্থিতিশীল’ আছে।
হাসপাতালের ট্রাস্টি সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা জানিয়েছেন, ‘জ্বর সংক্রান্ত কারণ’ নিয়ে সোনিয়া গান্ধী মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরুপ বসু ও তার টিমের অধীনে আছেন।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সোনিয়ার অবস্থা স্থিতিশীল। তবে তার কয়েকটি শারীরিক পরীক্ষা করানো হয়েছে। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
এ বছরের জানুয়ারিতেও শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ভারতের প্রভাবশালী এই রাজনীতিবিদকে। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি করাতে হলো তাকে।
