গুলশানে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৫ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৪০ পিএম, ১২ মে ২০১৮ শনিবার
রাজধানীর গুলশানের একটি বাসা থেকে শাহেরা বানু (৭০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অাজ শুক্রবার সন্ধ্যায় গুলশান ২ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির একটি ভবনের ৫ তলার ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আবদুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুলশান থানা পুলিশ। সেখানে গিয়ে ৫তলা বাড়ির একটি ফ্লাট থেকে শাহেরা নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, ওই বাসার মালিক বিদেশ থাকেন। শাহেরা ওই বাসায় ৩৬ বছর ধরে গৃহকর্মীর কাজ করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
