ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২১:১৫:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সময়ই বলে দেবে কি করতে পারবো : ঝর্ণা মনি

ঝর্ণা মনি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫২ এএম, ১২ মে ২০১৮ শনিবার | আপডেট: ০১:৫৫ এএম, ২৩ মে ২০১৮ বুধবার

কেন এ পেশায় এলেন : ছোটবেলা থেকেই চ্যালেঞ্জিং পেশার প্রতি একটা ঝোঁক ছিল। লেখালেখির প্রতি আগ্রহ ছিল। এটিই প্রধান কারণ।


পেশা বদলের কোনো ইচ্ছে আছে : না। নেশা থেকে বের হওয়ার কোনো ইচ্ছে নেই।


কি ভাবে এ পেশায় এলেন : মাস্টার্সের পর দুলাভাই ড. তপন বাগচী (বর্তমানে বাংলা একাডেমির উপ-পরিচালক) জানালেন, নাঈমুল ইসলাম খানের নেতৃত্বে ‘আমাদের সময়’ নামে নতুন একটি পত্রিকা আসবে। তিনি সেখানে অ্যাস্টিটেন্ট এডিটর হিসেবে কাজ করছেন। আমি কাজ করবো কি না? আমি সানন্দে রাজী হলাম। কারণ আমি তখন একটি আঞ্চলিক পত্রিকা টুকটাক কাজ করতাম।


প্রিয় মানুষ : মা-বাবা


প্রিয় বন্ধু : বাবা


প্রিয় লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর, মনিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আজাদ, ওরিয়ানা ফালাচ্চি।


প্রিয় সখ : বইপড়া, গান শোনা, বাগান পরিচর্যা করা, ঘুরে বেড়ানো, শপিং করা, আড্ডা এবং নির্জনতা।


প্রিয় খাবার : মায়ের হাতের রান্না।


প্রিয় উক্তি : ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।’

 

প্রিয় গান : রবীন্দ্র সঙ্গীত। রাধারমনের গান। এছাড়া মা ও মাটি-মানুষের সকল গানই প্রিয়। নির্দিষ্ট একটি গান বললে অবশ্যই প্রাণের সঙ্গীত, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

 

প্রিয় গায়ক/ গায়িকা : এন্ডু কিশোর। আব্দুল জব্বার। লতা মুঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায়।


প্রিয় খেলা : ক্রিকেট।


প্রিয় খেলোয়াড়: মুশফিকবাহিনীর সদস্যরা সবাই।


আপনি যার কাছে কৃতজ্ঞ : প্রথমত কৃতজ্ঞ আমার জন্মভূমি বাংলাদেশের প্রতি। দ্বিতীয়ত, যারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন, সেই লাখো শহীদসহ বাংলা ও বাঙালির স্বাধিকার আন্দোলনে জড়িত সকল বীর যোদ্ধার কাছে আমি কৃতজ্ঞ।


খুব ভালো লাগে যা করতে : বইপড়া, গান শোনা, বাগান পরিচর্যা করা, ঘুরে বেড়াতে।

 

আপনার আদর্শ মানুষ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাদার তেরেসা। ফোরেন্স নাইটিঙ্গেল। ইলা মিত্র। প্রীতি লতা।


কার মত হতে চান : আমি আমার মতোই থাকতে চাই।

 

অবসর কাটে কি ভাবে : বই পড়ে, আড্ডা মেরে।


সুখের স্মৃতি : শিক্ষাজীবনের প্রতিটি ক্লাসে সরকারি স্কলারশীপ পেয়ে পড়াশোনা করা।


যা ভুলতে পারেন না : ২০০২ সালের ২৩ জুলাই। ভয়ংকর ওই মধ্যরাতের নিস্তব্দতাকে খান খান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলে তৎকালীন পুলিশবাহিনীর নির্মম নির্যাতন আজও পীড়া দেয়।

 

ভবিষ্যৎ পরিকল্পনা : যতদিন পারি সাংবাদিকতাই করবো। কর্মহীন সাংবাদিকদের নিয়ে কিছু করার চিন্তা রয়েছে। অবশ্য সবকিছু নির্ভর করে সময়ের ওপর। কারণ সময়ই বলে দেবে কি এবং কতটুকু করতে পারবো।

৥ ঝর্ণা মনি : সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন