ঢাকা, সোমবার ০৮, ডিসেম্বর ২০২৫ ৮:৫৯:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুব গেমসের ১১ খেলোয়াড় আটক

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নেওয়া ১১ খেলোয়াড়কে আটক করেছে পুলিশ। এর বাইরে একজন কোচকেও আটক করা হয়েছে। এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে মারধরের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ওই পুলিশ কনস্টেবল গোলাম কিবরিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা জয়া তাদের বিরুদ্ধে অভিযোগ করে মামলাটি দায়ের করেন। তিনি ১২ খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে মারপিট, ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ আনেন।

আটককৃত ১১ খেলোয়াড় হলেন- জাতীয় যুব দলের রাজশাহী বিভাগীয় দলের খেলোয়াড় আলী আজম (১৯), আব্দুল্লাহ আল জাহিদ (১৬), আকাশ আলী মোহন (২০), ফারহানা খন্দকার (১৭), রিমি খানম (১৯), বৃষ্টিমনি (১৬), খাদিজা খাতুন (১৭), দীপালি (১৯), পাপিয়া সারোয়ার পূর্ণিমা (১৯), সাবরিনা আখতার (১৯), জেমি আখতার (১৪) ও কোচ আহসান কবীর (৪৫)।

অপর এক আসামি রমজান পলাতক রয়েছেন।