ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২৩:১৪:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখালেন স্মৃতি ইরানি

আন্তর্জাতিক ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিল গেটস, যিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। তিনি পারেন না এমন কোনো কাজ নাকি নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— সবকিছুতেই ওস্তাদ তিনি। সম্প্রতি স্মৃতি ইরানির কাছ থেকে রপ্ত করে নিলেন কীভাবে খিচুড়ি রাঁধতে হয়। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

স্মৃতি নিজের টুইটারে বিল গেটসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখাচ্ছেন তিনি। কড়াইতে তেল ঢেলে দিলেন স্মৃতি। আর গরম তেলে ফোড়ন দিলেন বিল। সে ফোড়ন আবার সযত্নে খিচুড়ির ওপর ঢেলে দিলেন বিল। শুধু খিচুড়ি রেঁধেই থামলেন না বিল। তারপর চেখেও দেখলেন।

আর এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘এবার এ খিচুড়ির নাম হবে মাইক্রোসফট খিচুড়ি।’ আবার কেউ লিখেছেন, ‘ভারতীয় খাবার যেভাবে বিদেশিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তা দেখে ভালোই লাগছে।’

এইতো কিছুদিন আগেই এক ভিডিওতে বিল গেটসকে দেখা গিয়েছিল রুটি বানাতে। অনেক কসরতের পর গোল গোল রুটি বানাতে সফলও হয়েছিলেন তিনি। রুটির পর এবার ছিল তার খিচুড়ির কারিশমা!